মঠবাড়িয়া প্রতিনিধিঃ
মঠবাড়িয়ায় গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া থানা পুলিশ শনিবার সন্ধ্যায় পৌর শহরের কাঠ বাজারে অভিযান চালিয়ে মোঃ ফয়সাল (২২) নামে এক যুবককে আটক করেছে। এসময় তার কাছ থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার কওে পুলিশ। আটককৃত ফয়সাল উপজেলার বকশির ঘটিচোরা গ্রামের সোনা মিয়া হাওলাদারের ছেলে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. মাসুদুজ্জামান নিলু জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আটককৃত ফয়সালকে গ্রেফতার দেখিয়ে রোববার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।