মঠবাড়িয়া প্রতিনিধি ঃ
মঠবাড়িয়ায় কিশোর গ্যাং, গ্যাং লিডার ও বাল্য বিবাহ রোধ এবং মাদক ও ইভটিজিং প্রতিরোধে মঠবাড়িয়া থানা পুলিশের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে উপেজেলার সাফা ডিগ্রী কলেজ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় পিরোজপুর জেলা পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সাফা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) বিনয় কুমার বল এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল্লাহ, প্রভাষক এ. কে শাকিল আহম্মেদ, জলিল শরীফ, রঞ্জিত মিত্র, প্রধান শিক্ষক রুহুল আমীন, সাংবাদিক মিজানুর রহমান, ছাত্রলীগ নেতা পিঞ্জু শাহ প্রমুখ।
সভায় স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।