1. pirojpurpost24@gmail.com : admin :
  2. kumarshuvoroy.bd@gmail.com : pirojpurpost24 : pirojpurpost24
  3. eshuvo1@gmail.com : shuvo roy : shuvo roy
মঠবাড়িয়ায় কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে এক বখাটের দুই মাসের কারাদণ্ড | পিরোজপুর পোষ্ট ২৪
রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৫:৫৭ অপরাহ্ন

মঠবাড়িয়ায় কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে এক বখাটের দুই মাসের কারাদণ্ড

  • শেষ হালনাগাদ : বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯
  • ৬২৫ জন সংবাদটি দেখেছেন

পিরোজপুরের মঠবাড়িয়ায় কলেজ পড়ুয়া এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে ইয়ামিন তালুকদার (১৯) নামে এক বখাটেকে দুই মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জি এম সরফরাজ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ডাদেশ দেন। ইয়ামিন তালুকদার উপজেলার বড়মাছুয়া গ্রামের মো. সেলিম তালুকদারের ছেলে।

মঠবাড়িয়া থানার ওসি (তদন্ত) আব্দুল হক জানান, ইয়ামিন দীর্ঘদিন ধরে মঠবাড়িয়ার মহিউদ্দিন আহমেদ মহিলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণি পড়ুয়া এক ছাত্রীকে কলেজে আসা যাওয়ার পথে উত্ত্যক্ত করছিল। বুধবার সকালে ওই ছাত্রী কলেজে আসার পথে বড় মাছুয়া বাজারের টেম্পু স্টান্ডের কাছে ইয়ামিন তার পিছু নিয়ে উত্ত্যক্ত করে। এ সময় ওই কলেজছাত্রী প্রতিবাদ করলে যুবকটি তাকে চড়-থাপ্পর মেরে গালিগালাজ করে। পরে কলেজছাত্রী কলেজে এসে অধ্যক্ষ ও শিক্ষকদের বিষয়টি অবহিত করে। কলেজ কর্তৃপক্ষ তাকে থানায় নিয়ে অভিযোগ দায়ের করেন।

পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে অভিযুক্ত বখাটে ইয়ামিনকে গ্রেপ্তার করে। পুলিশ গ্রেপ্তারকৃত ইয়ামিনকে আদালতে হাজির করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশের আদেশ দেন।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. মাসুদুজ্জামান মিলু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দণ্ডিত যুবককে পিরোজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আরো সংবাদ
পিরোজপুর পোষ্ট ২৪ ডটকম - ২০১৮-২৩। (অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের ছবি, ভিডিও ও সংবাদ কপি করা থেকে বিরত থাকুন)
Theme Customized By PIROJPURPOST24
কারিগরি সহায়তায়: Website-open
x