মঠবাড়িয়া প্রতিনিধি :
‘জঙ্গী, মাদক প্রতিকারে-জনতা, পুলিশ এককাতারে’- শ্লোগানকে সামনে রেখে মঠবাড়িয়ায় কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে থানা পুলিশের আয়োজনে থানা চত্ত¡র থেকে একটি বণার্ঢ্য র্যালী শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে থানা চত্তরে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় অফিসার ইনচার্জ আ জ ম মাসুদুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ^াস, মুক্তিযোদ্ধা মজিবুল হক খান মজনু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, সহ-সভাপতি এমাদুল হক খান, আরিফ-উল-হক, অধ্যক্ষ আজিম-উল-হক, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, প্রেসকাবের সভাপতি জাহিদ উদ্দিন পলাশ, কাউন্সিলর শফিকুর রহমান, সাংবাদিক মিজানুর রহমান মিজু, মজিবর রহমান, উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ফাহামিদা মুন্নি প্রমুখ।
সভায় বক্তারা বলেন, পুলিশ এবং জনগণের সম্পর্ক বৃদ্ধির েেত্র কমিউনিটি পুলিশিং একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের সাধারণ জনগণের দোরগোড়ায় আইনের সেবা পৌঁছে দিতে ভবিষ্যতে কমিউনিটি পুলিশ সহায়ক ভুমিকা পালন করবে বলে সকলেই আশা প্রকাশ করেন।