পিরোজপুরের মঠবাড়িয়ায় হেলথ প্রোভাইডার মমিন তালুকদারের ওপর হামলার প্রতিবাদে সিএইচসিপি’র উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে মানববন্ধনে অর্ধশত সিএইচসিপি উপস্থিত ছিলেন। এসময় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলী হাসান, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ ইলিয়াস মিয়া, সিএইচসিপি এ্যাসোসিয়েশনের জেলা সাধারণ সম্পাদক মামুন শেখ, উপজেলা সভাপতি বনি আমীন, সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র তালুকদার, সিএইচসিপি সাবরিনা আক্তার প্রমুখ। বক্তারা সিএইচসিপি মমিন তালুকদারের ওপর হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, গত ৪ জুলাই উপজেলার নিজ ফুলঝুড়ি কমিউনিটি ক্লিনিক থেকে কৌশলে বাহিরে বের করে হেলথ কেয়ার প্রোভাইডার মমিন তালুকদারের ওপর হামলা চালায় প্রতিপক্ষরা। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।