মঠবাড়িয়া প্রতিনিধি:
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নে হাজীগঞ্জ বাজারে খেতাচিড়া কমিউনিটি ক্নিনিকের উদ্বোধন করা হয়েছে। প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীর শতভাগ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষে বুধবার বিকেলে জাতীয় সংসদের সরকারী হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য ডাঃ রুস্তুম আলী ফরাজী ফিতা কেটে কমিউনিটি ক্নিনিকের উদ্বোধন করেন।
ইউপি সদস্য খলিলুর রহমানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলী হাসান, ডাঃ ফেরদৌস, সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন সেলিম জমাদ্দার ও এমপির জনসংযোগ কর্মকর্তা আলী রেজা রঞ্জু।
এসময় এমপি বলেন, উপজেলার সাপলেজা ইউনিয়নের সুবিধা বঞ্চিত দরিদ্র জনগোষ্ঠীর শতভাগ স্বাস্থ্য সেবা ও বিনামূল্যে ঔষধ সেবা প্রদানের জন্য এই ক্লিনিকটি প্রতিষ্ঠা করা হয়েছে।