1. pirojpurpost24@gmail.com : admin :
  2. kumarshuvoroy.bd@gmail.com : pirojpurpost24 : pirojpurpost24
  3. eshuvo1@gmail.com : shuvo roy : shuvo roy
মঠবাড়িয়ায় একজন নিহত | পিরোজপুর পোষ্ট ২৪
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৭:২৭ অপরাহ্ন

মঠবাড়িয়ায় একজন নিহত

  • শেষ হালনাগাদ : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০১৯
  • ৭৫৯ জন সংবাদটি দেখেছেন

নিজস্ব প্রতিনিধি : মঠবাড়িয়ায় এ্যাম্বুলেন্স চাপায় এক মটর সাইকেল আরোহী সৌদি প্রবাসী নিহত হয়েছে। রবিবার দুপুরে চরখালী-পাথরঘাটা আঞ্চলিক সড়কের বয়াতীর হাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সৌদি প্রবাসী কেদার হাওলাদার (৫০) উপজেলার সূর্যমনি গ্রামের ইউপি সদস্য রত্তন আলী হাওলাদারের ছেলে। এ ঘটনায় ভাড়ায় চালিত এ্যাম্বুলেন্স ও চালক ফরিদকে (২৯) আটক করেছে মঠবাড়িয়া থানা পুলিশ।
জানাযায়, পাথারঘাটা-চরখালী আঞ্চলিক সড়কে বয়াতীরহাট এলাকায় মঠবাড়িয়াগামী একটি এ্যাম্বুলেন্স (ঢাকা মেট্রো-চ-১১-৩৩৮২) চাকা ফেটে নিয়ন্ত্রন হারায়। এসময় উল্টোদিক থেকে আসা একটি মটর সাইকেলের সাথে সংঘর্ষ হয়। এতে মটর সাইকেল আরোহী সৌদি প্রবাসী কেদার হাওলাদার ও তার সাথে থাকা মটরসাইকেল চালক হাবিব হাওলাদর গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বস্থ্য কমপেলেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মটর সাইকেল আরোহী কেদারকে মৃত ঘোষণা করেন ও মটর সাইকেল চালক হাবিবকে গুরুতর অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। এ ঘটনায় ভাড়ায় চালিত এ্যাম্বুলেন্স ও চালক ফরিদকে (২৯) আটক করেছে মঠবাড়িয়া থানা পুলিশ।
মঠবাড়িয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মাজহারুল আমিন জানান, এ্যাম্বুলেন্স ও চালককে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ
পিরোজপুর পোষ্ট ২৪ ডটকম - ২০১৮-২৩। (অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের ছবি, ভিডিও ও সংবাদ কপি করা থেকে বিরত থাকুন)
Theme Customized By PIROJPURPOST24
কারিগরি সহায়তায়: Website-open
x