মঠবাড়িয়া প্রতিনিধি :
পিরোজপুরের মঠবাড়িয়ায় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন আদর্শ মানব কল্যাণ সোসাইটি মঠবাড়িয়া উপজেলা ও পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কে এম লতিফ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় মঠবাড়িয়া উপজেলা শাখার সভাপতি নাজমুল আহসান কবির এর সভাপতিত্বে বক্তব্য রাখেন কে এম লতিফ ইনষ্টিটিউশনের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, সংগঠনের উপদেষ্টা নূর হোসাইন মোল্লা, সাধারণ সম্পাদক এম এ রাজ্জাক রঞ্জু, সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন খান, পৌর কমিটির সাধারণ সম্পাদক এমাদুল হক রিপন, কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, যুগ্ম সম্পাদক আব্দুর রহমান আল নোমান, সুরাইয়া আক্তার, রুমি আহাদ, আসাদুজ্জামান, নুর উদ্দিন প্রমুখ। পরে সংগঠনের পক্ষ থেকে প্রতিবন্ধী শিশুকে একটি হুইল চেয়ার, অসুস্থ ব্যক্তিকে চিকিৎসা সহয়তা ও দরিদ্রদের মাঝে লুঙ্গি বিতরণ করা হয়।