1. pirojpurpost24@gmail.com : admin :
  2. kumarshuvoroy.bd@gmail.com : pirojpurpost24 : pirojpurpost24
  3. eshuvo1@gmail.com : shuvo roy : shuvo roy
মঠবাড়িয়ায় আগুনে পুড়ল প্রতিবন্ধীর শেষ সম্বল ॥ ৩ লাখ টাকার ক্ষতি | পিরোজপুর পোষ্ট ২৪
সোমবার, ২০ মার্চ ২০২৩, ১০:৩১ অপরাহ্ন

মঠবাড়িয়ায় আগুনে পুড়ল প্রতিবন্ধীর শেষ সম্বল ॥ ৩ লাখ টাকার ক্ষতি

  • শেষ হালনাগাদ : রবিবার, ২৪ নভেম্বর, ২০১৯
  • ৬৪১ জন সংবাদটি দেখেছেন

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সবুজ নগর গ্রামের বাক প্রতিবন্ধী আ. হামিদ আকনের শেষ সম্বল বসত ঘরটি আগুনে পুড়ে সম্পূর্ণ ভষ্মিভূত হয়েছে। রোববার সকালে ৭টার দিকে পাকঘর থেকে আগুনের লেগে নিমিষেই পুরো ঘরটি ভষ্মিভূত হয়েছে। পরিবারটি এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে। খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানাগেছে, উপজেলার সবুজ নগর গ্রামের বাক প্রতিবন্ধী আ. হামিদ আকনের স্ত্রী সম্প্রতি মারা যান। স্ত্রীর রুহের মাগফিতার কামনায় বাড়িতে ছোট পরিসরে মিলাদের আয়োজন করা হয়। রোববার দুপুরে মিলাদের কথা ছিল। মিলাদের মালামাল ঘরে রেখে ঘর তালাবদ্ধ করে আ. হামিদ আকন গিয়েছিলেন পাশর্^বর্তী এক বাড়িতে। এসে দেখেন আগুনে জলছে তার বসত ঘরটি। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষনে বসতঘরটি সম্পূর্ণ ভষ্মিভূত হয়ে যায়। সেই সাথে পুড়ে শেষ হয়ে যায় প্রতিবন্ধীর শেষ সম্বল।
মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সুমন মিয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পাকেরঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে

আরো সংবাদ
পিরোজপুর পোষ্ট ২৪ ডটকম - ২০১৮-২৩। (অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের ছবি, ভিডিও ও সংবাদ কপি করা থেকে বিরত থাকুন)
Theme Customized By PIROJPURPOST24
কারিগরি সহায়তায়: Website-open
x