মঠবাড়িয়া প্রতিনিধিঃ
মঠবাড়িয়ায় আয়েশা নামে দুই বছরের এক শিশুকে অপচিকিৎসার দায়ে কামাল তালুকদার (৫২) নামে এক ওষুধ ব্যবসায়ীকে অর্থদ- দিয়েছে ভ্রাম্যামান আদালত। মঙ্গলবার দুপুরে মিরুখালী বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রিপন বিশ্বাস ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমান অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করেন।
আদালত সূত্রে জানাজায়, গত ০৮ অক্টোবর মিরুখালী গ্রামের লাইলী বেগম নামে এক গৃহবধু তার দুই বছরের শিশু সন্তানের জন্য কৃমির ট্যাবলেট আনতে ওই ফার্মেসীতে যায়। এসময় ওই ফার্মেসীর মালিক কামাল তালুকদার তাকে রেনাডেক্স ভেট নামে একটি ট্যাবলেট শিশুটিকে খাওয়ানোর জন্য দেয়। শিশুটির মা লাইলী ওই ট্যাবলেটের অর্ধেক খাওয়ানের পর শিশুটি গুরুতর অসুস্থ্য হয়ে পড়ে। পরের দিন শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে কর্তব্যরত চিকিৎসককে ওই ট্যাবলেটের বাকী অংশ দেখায়। এসময় চিকিৎসক ওই ট্যাবলেট মানুষের নয় পশুর কৃমি নাশক ট্যাবলেট বলে নিশ্চিত করে।
এ ঘটনায় ওই শিশুটির মা লাইলী বেগম মঙ্গলবার সকালে ভ্রাম্যামান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর কাছে অভিযোগ করলে ঘটনার সত্যতা পাওয়ায় আদালত এ দ-াদেশ প্রদান করেন।