স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের ৬ নং ওয়ার্ড, কলেজ পাড়া এলাকায় শনিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে মোঃ আঃ বারেক মিয়ার ভাড়া বাসায় ভয়াভহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগ্নিকান্ডে বসত ঘরটি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এসময় ঘরে থাকা আঃ বারেক মিয়ার ছোট ছেলে অটোচালক সাইফুল ইসলাম (২২) ও তাঁর স্ত্রী (১৮) আগুনে পুড়ে মৃত্যু বরণ করেছেন ।