1. pirojpurpost24@gmail.com : admin :
  2. kumarshuvoroy.bd@gmail.com : pirojpurpost24 : pirojpurpost24
  3. eshuvo1@gmail.com : shuvo roy : shuvo roy
মঠবাড়িয়ায় নতুন বিদ্যুৎ সংযোগ পেল দুই গ্রামের ১৮৮ পরিবার | পিরোজপুর পোষ্ট ২৪
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৮:৩৬ অপরাহ্ন

মঠবাড়িয়ায় নতুন বিদ্যুৎ সংযোগ পেল দুই গ্রামের ১৮৮ পরিবার

  • শেষ হালনাগাদ : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৯
  • ৬৫২ জন সংবাদটি দেখেছেন

মঠবাড়িয়া প্রতিনিধিঃ
পিরোজপুরের মঠবাড়িয়ায় ২টি গ্রামের ১৮৮ টি পরিবারের মাঝে নতুন বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার নতুন বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও পিরোজপুর-৩ মঠবাড়িয়া আসনের সংসদ সদস্য ডাঃ রুস্তুম আলী ফরাজী এমপি।
মঠবাড়িয়া উপজেলার ২ গ্রামের ১শ ৮৮টি পরিবারের মধ্যে খেতাছিড়া গ্রামে ১ কোটি ১৮ লাখ টাকা ব্যায়ে ১০০ টি পরিবার (৫.৯০ কিঃ মিঃ) ও ঘোপখালী গ্রামে (৫৬ লাখ টাকা ব্যায়ে ২.৭৯ কিঃ মিঃ) ৮৮ টি পরিবারের মাঝে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্ভোধন করা হয়।
সাবেক ইউপি সদস্য আবু সালেহ সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বক্তব্য ডাঃ রুস্তুম আলী ফরাজী এমপি।
ডাঃ রুস্তুম আলী ফরাজী এমপি বলেন, শিগ্রই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঠবাড়িয়া উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন উপজেলা ঘোষণা করবেন। তারই ধারাবাহিকতায় এ গ্রামে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করা হলো।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন সেলিম জমাদ্দার, পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. জুলফিকার হোসেন, সহকারি জেনারেল ম্যানেজার খায়রুল ইসলাম, ইউপি সদস্য মো. খলিলুর রহমান, উপজেলা যুব সংহতির সভাপতি মিজানুর রহমান দুলাল, তাতী লীগ সভাপতি মো. ইাসির উদ্দিন ও এমপির জনসংযোগ প্রতিনিধি আলী রেজা রঞ্জু প্রমুখ।

আরো সংবাদ
পিরোজপুর পোষ্ট ২৪ ডটকম - ২০১৮-২৩। (অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের ছবি, ভিডিও ও সংবাদ কপি করা থেকে বিরত থাকুন)
Theme Customized By PIROJPURPOST24
কারিগরি সহায়তায়: Website-open
x