1. pirojpurpost24@gmail.com : admin :
  2. kumarshuvoroy.bd@gmail.com : pirojpurpost24 : pirojpurpost24
  3. eshuvo1@gmail.com : shuvo roy : shuvo roy
মঠবাড়িয়ার কৃতিসন্তান শহীদ নূর হোসেনকে নিয়ে জাপা নেতার অবমাননাকর বক্তব্যের প্রতিবাদ ও বিচার দাবিতে মানববন্ধন | পিরোজপুর পোষ্ট ২৪
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৭:৪৭ অপরাহ্ন

মঠবাড়িয়ার কৃতিসন্তান শহীদ নূর হোসেনকে নিয়ে জাপা নেতার অবমাননাকর বক্তব্যের প্রতিবাদ ও বিচার দাবিতে মানববন্ধন

  • শেষ হালনাগাদ : বুধবার, ১৩ নভেম্বর, ২০১৯
  • ৬২৫ জন সংবাদটি দেখেছেন

মঠবাড়িয়া প্রতিনিধি : গণতন্ত্র পুনরুদ্ধার লড়াইয়ে শহীদ পিরোজপুরের মঠবাড়িয়ার কৃতিসন্তান শহীদ নূর হোসেনকে নিয়ে জাপা নেতা মশিউর রাঙার কুরুচিপূর্ণ অবমাননাকর বক্তব্যের প্রতিবাদ ও বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে জাগো লক্ষ নূর হোসেন সংগঠনের উদ্যোগে মঠবাড়িয়া শহীদ মিনার সম্মূখ সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে মুক্তিযোদ্ধা, রাজনীতিক, সাংবাদিক ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা অংশ নেন। এছাড়া নূর হোসেন গ্রামের সংগঠন শহীদ নূর হোসেন স্মৃতি পরিষদ ও শহীদ নূর হোসেন চত্বর ও সরকারি কলেজ ছাত্রলীগ এ প্রতিবাদে সংহতি জানান।
শেষে মঠবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি জাহিদ উদ্দিন পলাশ এর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা শাহ আলম দুলাল, আওয়ামীলীগ সহ সভাপতি এমাদুল হক খান, আরিফ-উল-হক, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, শ্রমিকলীগ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মশিউর রহমান মুর্তজা, শহীদ নূর হোসেন এর চাচাত ভাই মো. নূরুল ইসলাম, জাগো লক্ষ নূর হোসেন এর উপদেষ্টা সাংবাদিক দেবদাস মজুমদার ও পৌরসভা কৃষক লীগ সাধারণ সম্পাদক মো. বেলাল হোসাইন প্রমূখ।
সভায় বক্তরা মঠবাড়িয়ার কৃতিসন্তান শহীদ নূর হোসেনকে নিয়ে জাপা নেতা মশিউর রাঙার কুরুচিপূর্ণ মিথ্যাচারের তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। তার সংসদ সদস্য পদ বাতিল করে তাকে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।

আরো সংবাদ
পিরোজপুর পোষ্ট ২৪ ডটকম - ২০১৮-২৩। (অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের ছবি, ভিডিও ও সংবাদ কপি করা থেকে বিরত থাকুন)
Theme Customized By PIROJPURPOST24
কারিগরি সহায়তায়: Website-open
x