1. pirojpurpost24@gmail.com : admin :
  2. kumarshuvoroy.bd@gmail.com : pirojpurpost24 : pirojpurpost24
  3. eshuvo1@gmail.com : shuvo roy : shuvo roy
ভয়ভীতির উর্ধ্বে থেকে সঠিক সংবাদ পরিবেশন করুন- গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম | পিরোজপুর পোষ্ট ২৪
সোমবার, ২০ মার্চ ২০২৩, ১০:০২ অপরাহ্ন

ভয়ভীতির উর্ধ্বে থেকে সঠিক সংবাদ পরিবেশন করুন- গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম

  • শেষ হালনাগাদ : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৯
  • ৭৯৯ জন সংবাদটি দেখেছেন

সততা ও নিষ্ঠার সঙ্গে পেশাগত দায়িত্ব পালনের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম। মন্ত্রী পিরোজপুরের সাংবাদিকদের মুক্ত বিহঙ্গের মত উন্মুক্তভাবে সততা ও নিষ্ঠার সাথে পেশাগত দায়িত্ব পালন করার আহবান জানিয়ে বলেন, ভয়ভীতির উর্ধ্বে থেকে সঠিক সংবাদ পরিবেশন করুন। আমি আপনাদের সকল প্রকার সহযোগিতা করবো। মন্ত্রী বলেন, শেখ হাসিনার শাসন আমল বর্তমান গণমাধ্যমের জন্য একটি স্বর্ণালী অধ্যায়। তার আমলেই গণমাধ্যমকে অবাধ ও উন্মুক্ত করে দিয়েছেন। সাংবাদিকদের দীর্ঘদিনের দাবী ওয়েজ বোর্ড বাস্তবায়ন হয়েছে।তিনি আজ বৃহস্পতিবার পিরোজপুর সার্কিট হাউস মিলনায়তনে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি)’র আয়োজনে পিরোজপুর জেলার সাংবাদিকদের জন্য ‘অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সাংবাদিকরা কারও বন্ধু হতে পারেনা, বন্ধু হবে তার কর্ম। কেননা একজন সাংবাদিকের একটি সংবাদ সম্ভাবনার দ্বার উন্মোচন করে দিতে পারে। উদাহরন স্বরূপ মন্ত্রী বলেন, রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের ছোট্ট একটি সংবাদ আমার নজরে আসার পরে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বিষয়টি নিয়ে আলাপ করি। প্রধানমন্ত্রী আমাকে ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন। তখন আমি তাকে বলেছিলাম এর সাথে অনেক প্রভাবশালীরা জড়িত। তখন প্রধানমন্ত্রী আমাকে বলেছেন তুমি ব্যবস্থা নেও আমি আছি। প্রধানমন্ত্রীর নির্দেশের পরে অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছি। ঠিকাদারের অতিরিক্ত নেয়া ৩৬ কোটি টাকা পরবর্তী বিল থেকে কেটে নেওয়ার ব্যবস্থা করেছি।

এসময়  পিআইবি’র মহা-পরিচালক জাফর ওয়াজেদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিআইবির পরিচালনা বোর্ডের সদস্য ও দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি শেখ মামুন অর রশীদ। স্বাগত বক্তব্য রাখেন পিরোজপুর প্রেসক্লাব সভাপতি জহিরুল হক টিটু। প্রশিক্ষণে জেলার ৪০জন সাংবাদিক অংশ নেন।

আরো সংবাদ
পিরোজপুর পোষ্ট ২৪ ডটকম - ২০১৮-২৩। (অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের ছবি, ভিডিও ও সংবাদ কপি করা থেকে বিরত থাকুন)
Theme Customized By PIROJPURPOST24
কারিগরি সহায়তায়: Website-open
x