1. pirojpurpost24@gmail.com : admin :
  2. kumarshuvoroy.bd@gmail.com : pirojpurpost24 : pirojpurpost24
  3. eshuvo1@gmail.com : shuvo roy : shuvo roy
ভুয়া কবিরাজকে জরিমানা | পিরোজপুর পোষ্ট ২৪
রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৬:০৬ অপরাহ্ন

ভুয়া কবিরাজকে জরিমানা

  • শেষ হালনাগাদ : সোমবার, ২৫ নভেম্বর, ২০১৯
  • ৬১৬ জন সংবাদটি দেখেছেন

নিজস্ব প্রতিনিধি : পিরোজপুর শহরের গোডাউন রোড সড়কে (পুরাতন খেয়াঘাট) ভুয়া কবিরাজ লিয়াকত মোল্লা ওরফে দারোগা লিয়াকতকে ভেজাল ওষুধ তৈরি ও অনুমোদন ছাড়া এ্যালোপ্যাথি ওষুধ ব্যবহারের অভিযোগে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। লিয়াকত মোল্লা (৭৫) পিরোজপুর শহরের গোডাউন রোডের মৃত আব্দুল রাজ্জাক মোল্লার ছেলে। তিনি জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটিরও সদস্য ।

সোমবার সন্ধ্যায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ভ্রাম্যমান আদালতের বিচারক মো: ইয়াসিন খন্দকার বিভিন্ন অভিযোগে লিয়াকত মোল্লাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদন্ডের এ আদেশ দেন। এ সময় বিপুল পরিমানে ভেজাল ওষুধ ও ভেজাল ওষুধ তৈরি সরঞ্জাম জব্দ করা হয়।
এসময় তল্লাশী চালিয়ে ১ লক্ষ মলম তৈরির কৌটা, ২ ড্রাম তৈরি কৃত ভেজাল মলম, ৫০০ প্যাকেট বিভিন্ন এ্যালোপ্যাথিক মলম, ৫০০ পিচ নোকেট চ্যাপলেট, ২ বস্তা বরিক এ্যাসিড, ২ বস্তা চক পাউডার, ১০০ পিচ দাঁতের মাজন, ২০০ প্যাকেট বিভিন্ন কোম্পানির ট্যাবলেট এবং ২ বস্তা বিভিন্ন গাছের চামড়া জব্দ করা হয়।

ঔষধ তত্ত্বাবধায়ক এস এম সুলতানুল আরেফিন জানান, ভূয়া কবিরাজ লিয়াকত মোল্লা কোন অনুমোদন ছাড়াই বিভিন্ন কোম্পানির এ্যালোপ্যাথিক এন্টিবায়োটিক ইনজেকশন গুড়া করে এবং এ্যালোপ্যাথিক মলম নিজস্ব ভাবে তৈরি করে ঔষধ হিসেবে ব্যবহার করতেন। যা মানব দেহের জন্য খুবই ক্ষতিকর।

আরো সংবাদ
পিরোজপুর পোষ্ট ২৪ ডটকম - ২০১৮-২৩। (অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের ছবি, ভিডিও ও সংবাদ কপি করা থেকে বিরত থাকুন)
Theme Customized By PIROJPURPOST24
কারিগরি সহায়তায়: Website-open
x