নাজিরপুর প্রতিনিধি:
কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে পিরোজপুরের নাজিরপুরে সরকরী কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা শনিবার অনুষ্ঠিত হয়েছে।
নাজিরপুর উপজেলা পরিষদ মোড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদের স্বাধীনতা মঞ্চে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিরামন বৌদ্ধের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সাখাওয়াত জামিল সৈকত, উপজেলা মৎস্য কর্মকর্তা গৌতম মন্ডল, মাটিভাঙ্গা ডিগ্রী কলেজ অধ্যক্ষ মো. আবদুস সালাম, নাজিরপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার হালদার প্রমুখ।