শুভ রায়: সকল মত পার্থক্যের উর্ধ্বে গিয়ে দেশের উন্নয়নের জন্য আমাদের সকলের একসাথে কাজ করতে হবে । বর্তমান সরকার নানা মুখী পদক্ষেপ গ্রহনের ফলে বাংলাদেশ আজ বিশেষর ৪র্থ তম মাছ উৎপাদন কারী দেশে উন্নিত হয়েছে। আমরা অচিরেই মাছ রপ্তানী কারক দেশের তালিকায় নাম লেখাতে পারব এবং মাছে-ভাতে বাঙ্গালীর হারানো ঐতিহ্য ফিরে পাবো। মঙ্গলবার দুপুরে পিরোজপুরের কচাঁ নদীর বেকুটিয়া ফেরীঘাট এলাকায় বিভিন্ন প্রজাতির মাছের পোনা মুক্ত করার সময় এসব কথা বলেন সাংবাদিকদের। পিরোজপুর জেলা পুলিশের উদ্দ্যোগে বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম (বিপিএম-বার,পিপিএম) আনুষ্ঠানিকভাবে কার্প জাতীয় মাছ রুই, কাতলা ও মৃগেল মাছের ২ মন পোনা অবমুক্ত করেন।
এ সময় পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, জেলা মৎস্য কর্মকর্তা মো. মোশাররফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আহমেদ মাঈনুল আহসানসহ পিরোজপুরে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উপস্থিত সাংবাদিকদের বরিশাল রেঞ্জের ডি আই জি শফিকুল ইসলাম এসময় বলেন, পিরোজপুরের প্রত্যেকটি থানায় উন্মুক্ত জলাশয়ে ও নদীতে পুলিশের পক্ষ থেকে মাছের পোনা ছাড়া হবে। দেশের উন্নয়নের জন্য আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে । ব্যাক্তি পর্যায়ের প্রত্যেক স্বচ্ছল নাগরিকদের উচিৎ দেশের সার্বিক কল্যানে নিজেকে নিয়োজিত করা । প্রয়োজনে পুলিশকে জানান প্রত্যেক ভালো কাজে পুলিশ আপনাদের পাশে আছে ।
পরে তিনি কচাঁ নদীর উপর নির্মিত ৮ম চীন মৈত্রী সেতুর কার্যক্রম পরিদর্শন ও সেখানে বসবাসরত চীনা কর্মকর্তাদের সাথে আলাপ করেন। এসময় ডিআইজি শফিকুল ইসলাম চীনাদের নিরাপত্তায় নিয়োজিতদের তদারকিও করেন ।