পিরোজপুর পোষ্ট ডেক্স : ভারতের সাবেক অর্থমন্ত্রী অরুণ জেটলি মারা গেছেন। শনিবার তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এমন সংবাদ প্রকাশ করছে ভারতের প্রভাবশালী গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ।জানা যায়, শ্বাসকষ্টের সমস্যা নিয়ে গত ৯ আগস্ট থেকে দিল্লির একটি হাসপাতালে ভর্তি হন তিনি। পরে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল তাকে। চিকিৎসকদের একটি দল সর্বক্ষণ নজর রাখছিলেন তার উপর। সেই অবস্থাতেই শনিবার দুপুর ১২টা ৯ মিনিটে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে অরুণ জেটলির বয়স হয়েছিল ৬৬ বছর।
উল্লেখ্য, নরেন্দ্র মোদির বিগত সরকারের পাঁচ বছর অর্থমন্ত্রীর দায়িত্ব পালনের পর অসুস্থতার কারণে অরুণ জেটলি নিজেই মোদির এবারের সরকারে না থাকার ইচ্ছা জানিয়েছিলেন।