পিরোজপুর পোষ্ট ডেক্স : ভারতীয় বিমান বাহিনীর ইস্টার্ন এয়ার কমান্ডের এয়ার অফিসার কমান্ডিং ইন চিফ, এয়ার মার্শাল আর ডি মাথুর পাঁচ দিনের সফরে ঢাকায় এসেছেন।ঢাকার ভারতীয় দূতাবাস রবিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এয়ার মার্শালের সফরসঙ্গী হিসেবে তার স্ত্রী শ্রীমতী শিপ্রা মাথুর এবং একজন প্রতিনিধি রয়েছেন।
এই সফর ভারতের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা সহযোগিতা ক্ষেত্রে পারস্পরিক বিশ্বাস শক্তিশালী করতে সহায়তা করবে। এটি প্রতিবেশী দুদেশের বিমান বাহিনীর মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরো মজবুত করবে।সফরের সময় এয়ার মার্শাল আর ডি মাথুর বাংলাদেশের উচ্চপদস্থ ব্যক্তি, সেনাবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, নৌ বাহিনী প্রধান এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। বাংলাদেশ বিমান বাহিনী একাডেমি এবং বিমান বাহিনীর বিভিন্ন বিমানঘাঁটি পরিদর্শন করবেন তিনি।