1. pirojpurpost24@gmail.com : admin :
  2. kumarshuvoroy@gmail.com : Shuvo Roy : Shuvo Roy
  3. epiropur@gmail.com : e p : e p
  4. eshuvo1@gmail.com : shuvo roy : shuvo roy
ভান্ডাড়িয়ায় কঁচার গর্ভে বিলিন ৩টি ঘর | পিরোজপুর পোষ্ট ২৪
মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩, ০১:০৯ পূর্বাহ্ন

ভান্ডাড়িয়ায় কঁচার গর্ভে বিলিন ৩টি ঘর

  • শেষ হালনাগাদ : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০১৯
  • ৩৫১ জন সংবাদটি দেখেছেন

ভান্ডাড়িয়া প্রতিনিধিঃ ভান্ডাড়িয়া উপজেলার নদমূলা এলকায় কঁচানদীর ভাঙ্গনে নদী গর্ভে বিলিন হয়েছে ৩টি ঘর। বৃহস্পতিবার সকালে হঠাৎ ভাঙন শুরু হলে মুহুর্তের মধ্যে কঁচাতীরে বসবাসকৃত ৩টি পরিবারের ঘর, হাস-মুরগি ফসলি জমিসহ একটি বড় এলাকা নদীতে তলিয়ে যায়। ওইসব পরিবারের সদস্যরা প্রাণে রক্ষা পেলেও ঘর এবং মালামাল রক্ষা করতে পারেনি। এছাড়াও ভাঙনের মূখে রয়েছে আরও পাঁচটি বাড়ী। এসব বাড়ীতে বিশাল ফাটল লক্ষ্য করা গেছে।

ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্য মৎস্যজীবি মোঃ নাসির উদ্দীন জানান, বুধবার রাত থেকেই ভাঙ্গন শরু হয়। সকালে ভাঙ্গনের তীব্রতা বাড়তে থাকে। তাদের তিল তিল করে গড়ে তেলা বাড়ী-ঘর ও মালামাল মুহুর্তেই রাক্ষসী কঁচা নদী গিলে ফেলে। মৎস্যজীবি বেলায়েত হোসেন জানান, মালামাল রক্ষাতো দুরের কথা নিজেদের প্রাণ রক্ষা করাই দায়।
ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মোঃ মিরাজুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল আলম সহ উপজেলা প্রশাসনের একটি দল গতকাল সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা ভাঙ্গন কবলিত এলাকার লোকজনকে নিরাপদ স্থানে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমূল আলম জানান, নদী ভাঙন রোধে কঁচানদীর তীরে ব্লক ফেলে বেড়িবাধ নির্মানের কাজ চললেও ভাঙ্গন কবলিত এলাকাটি এ কাজের বাহিরে রয়েছে।

আরো সংবাদ
পিরোজপুর পোষ্ট ২৪ ডটকম - ২০১৮-২৩। (অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের ছবি, ভিডিও ও সংবাদ কপি করা থেকে বিরত থাকুন)
Theme Customized By PIROJPURPOST24
কারিগরি সহায়তায়: Website-open
x