ভান্ডারিয়া প্রতিনিধি ঃ পিরোজপুরের ভান্ডারিয়া সিমান্তবর্তী রাজাপুর উপজেলার মেদিরাবাদ গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিজানুর রহমান (৩২) নামে এক ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার সকাল ৮ টার দিকে রাজাপুর উপজেলার মেদিরাবাদ তারাবুরিয়া গ্রামের হাবিবুর রহমানের ব্রিকফিল্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর একই গ্রামের মজিবর রহমানের ছেলে ও মেসার্স তহা ব্রিক ফিল্ডের শ্রমিক।
নিহতের স্বজনরা জানান, প্রতিদিনের মতো সকালে মাটি মিক্সার করার জন্য মেশিনে বিদ্যুতের সংযোগ দেয়ার সময় বিদ্যুৎস্পষ্ট হয়ে মাটিতে পড়ে যায়। অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে ভান্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সেয়ে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘেষনা করেন।