সৈয়দ মাহ্ফুজ রহমান : পিরোজপুরের ভান্ডারিয়ায় ছাত্র ইউনিয়নের ব্যানারে বুয়েটের ছাত্র আবরার ফাহাদের হত্যাকারীদের বিচারের দাবিতে মশাল মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় ভান্ডারিয়া উপজেলার পৌর শহরের শহীদ মিনার সংলগ্ন রিজার্ভপুকুর পাড়স্থ সড়কে আবরার হত্যাকারীদের বিচারের দাবিতে মশাল মিছিল ও পথসভা করে।
সভায় বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি শাহানা মুন্নি, জেলার সাবেক সভাপতি খ.ম মিরাজ, সিলেট পলিটেকনিক্যাল কলেজের ছাত্র ইউনিয়নের আহবায়ক মো. রাফিন, ভান্ডারিয়া উপজেলা সদস্য খাদিজা আক্তার, মো. জাকারিয়া প্রমূখ। বক্তারা, বুয়েটের মেধাবী ছাত্র আবরার হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার দাবী করেছেন।