1. pirojpurpost24@gmail.com : admin :
  2. kumarshuvoroy.bd@gmail.com : pirojpurpost24 : pirojpurpost24
  3. eshuvo1@gmail.com : shuvo roy : shuvo roy
ভান্ডারিয়ায় ৮ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার | পিরোজপুর পোষ্ট ২৪
রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৬:৪০ অপরাহ্ন

ভান্ডারিয়ায় ৮ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • শেষ হালনাগাদ : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫৯২ জন সংবাদটি দেখেছেন

ভান্ডারিয়া সংবাদদাতাঃ
পিরোজপুরের ভান্ডারিয়ায় বুধবার দুপুরে পৌর শহরের সরদার পাড়া সড়কের মুসলিম মহল্লা এলাকার বালুর মাঠ থেকে আল আমিন (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে ৮পিচ ইয়াবা সহ আটক করা হয়। আল আমিন পৌর শহরের ৪নং ওয়ার্ডের মন্নান খানের ছেলে । সে বাসস্ট্যান্ডে অবস্থিত একটি এয়ারটেল মোবাইল নেট ওয়ার্ক টাওয়ারে নাইট গার্ডের চাকুরী করে। থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, আল আমিন দীর্ঘদিন ধরে ইয়াবা,গাজাসহ মাদক সেবন এবং ব্যবসা করে আসছে। গতকাল দুপুরে সরদার পাড়া সড়কের দক্ষিণ পাশের একটি বাশ বাগানের ভিতর থেকে বাহির হয়ে এক মোটর সাইকেল আরোহির কাছে মাদক বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ তাকে সেখান থেকে আটক করে এবং তার দেহ তল্লাশি করে ৮পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। থানায় নিয়ে জিজ্ঞাসাবাদে সে নিজেও মাদক বিক্রির সাথে জড়িত এবং তার সাথে আরো কয়েকজন জড়িত আছে বলে স্বীকার করে। এবং বেশ কয়েক দিন আগে একই এলাকা থেকে দু’যুবক মাদক ব্যবসার সাথে জড়িত থাকায় থানাপুলিশের হাতে গ্রেফতার হয়ে কিছুদিন কারাবাস করার পরে জামিনে বের হয়। এবং পরে একই এলাকা থেকে আরো একজন গ্রেফতার হয়ে বর্তমানে জেল হাজতে রয়েছে।
এবিষয়ে ভান্ডারিয়া থানার অফিসার্স ইন চার্জ এস এম মাকসুদুর রহমান জানান,আল আমিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

আরো সংবাদ
পিরোজপুর পোষ্ট ২৪ ডটকম - ২০১৮-২৩। (অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের ছবি, ভিডিও ও সংবাদ কপি করা থেকে বিরত থাকুন)
Theme Customized By PIROJPURPOST24
কারিগরি সহায়তায়: Website-open
x