নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের ভান্ডারিয়া থানা পুলিশ শনিবার রাতে পৌর শহরের লক্ষিপুরা মহল্লা থেকে একটি জিআর (মাদক) মামলায় ৫ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মাদক কারবারী মো. মনির হোসেন কবিরাজ (৪৫) কে ১০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ। সে ভা-ারিয়া পৌর শহরের দক্ষিণ পূর্ব-ভান্ডারিয়া মহল্লার মৃত আজাহার কবিরাজের ছেলে। ভা-ারিয়া থানার উপ-পরিদর্শক মো. কাইউম জানান, মনির কবিরাজ একজন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গোপন সংবাদের ভিত্তিতে তাকে গাজাসহ গ্রেফকরা হয়। ২০১৮ তাকে ১৯২ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছিল। ওই মামলায় তার ৫ বছরের কারাদন্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড দেয় আদালত।