1. pirojpurpost24@gmail.com : admin :
  2. kumarshuvoroy.bd@gmail.com : pirojpurpost24 : pirojpurpost24
  3. eshuvo1@gmail.com : shuvo roy : shuvo roy
ভান্ডারিয়ায় হাসপাতাল কর্মীর পেট থেকে ৮পিচ ইয়াবা উদ্ধার | পিরোজপুর পোষ্ট ২৪
সোমবার, ২০ মার্চ ২০২৩, ১০:০৮ অপরাহ্ন

ভান্ডারিয়ায় হাসপাতাল কর্মীর পেট থেকে ৮পিচ ইয়াবা উদ্ধার

  • শেষ হালনাগাদ : শনিবার, ৬ জুলাই, ২০১৯
  • ৬৮২ জন সংবাদটি দেখেছেন

ভান্ডারিয়ায় গতকাল শনিবার সকালে ভা-ারিয়া হাসপাতালের ল্যাব এসিস্ট্যান্ট লিটন মালী(৩২)নামের এক ব্যক্তির পেট থেকে ৮পিচ ইয়াবা ট্যাবলেট বের করা হয়। ভা-ারিয়া থানার এ এস আই মো. ফেরদৌস জানান, লিটন মালী পার্শবর্তী রাজাপুর উপজেলা থেকে ইয়াবা ট্যাবলেট কিনে ভা-ারিয়ার বাসস্ট্যান্ড সংলগ্ন সরদার পাড়া সড়কের একটি বাংলা লিংক টাওয়ার সংলগ্ন এলাকায় অবস্থান কালে তাকে আটক করতে গেলে এসময় লিটন তার ব্যবহৃত মোটর সাইকেল পুলিশের ওই কর্মকর্তার গায়ে উঠিয়ে দিয়ে পালানোর চেষ্টা করলে সহযোগী পুলিশ সদস্যরা লিটনকে আটক করে। এসময় লিটন তার সাথে থাকা পলিথিনে মোরানো ইয়াবা ট্যাবলেট গিলে ফেলে। লিটন কে আটক করে ভা-ারিয়া হাসপাতালে নিয়ে গেলে লিটনের সহকর্মী হাসাপাতালের ওয়ার্ডবয় তুহিন নামের এক ব্যক্তি লিটনকে কেন হ্যান্ড ক্যাপ দেয়া হয়েছে বলে এ এস আই ফেরদৌস চার্জ করে। পরে উপজেলা স্বাস্থ্য প.প.কর্মকর্তা মো. জহিরুল আলম এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন । লিটন দাবি করে তার কাছে কোন ইয়াবা ট্যাবলেট নেই। এ সময় পুলিশের জোড় দাবির প্রেক্ষিতে লিটনের পেট ওয়াস করে আট পিচ ইয়াবার মধ্যে সাত পিচ ইয়াবা পলিথিনে মোরানো অবস্থায় বের করে এবং এক পিচ গলে যায়। এবিষয়ে থানার ওসি মো. মাকসুদুর রহমান জানান , এস আই(উপ-পরিদর্শক)মো. শামসুউদ্দিন বাদি হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেন।

আরো সংবাদ
পিরোজপুর পোষ্ট ২৪ ডটকম - ২০১৮-২৩। (অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের ছবি, ভিডিও ও সংবাদ কপি করা থেকে বিরত থাকুন)
Theme Customized By PIROJPURPOST24
কারিগরি সহায়তায়: Website-open
x