নিজস্ব প্রতিনিধি : পিরোজপুরের ভান্ডারিয়ার ওয়ারেচ আফছারিয়া দাখিল মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্রী আয়শা আক্তার (১৩) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। শনিবার সকালে এ ঘটনা ঘটে ।
স্থানীয়সূত্রে জানাগেছে, উপজেলার ধাওয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা বাদশা হাওলাদারের বড় মেয়ে আয়শা আক্তার নানা বাড়িতে ঈদ উল আযহার ছুটি কাটিয়ে শুক্রবার নিজ বাড়িতে আসে। মাদ্রাসার ক্লাস যথারীতি শুরু হওয়ায় মা তাকে বেশ কয়েকবার মাদ্রাসায় যেতে বললে মেয়ে রাজি না হওয়ায় তাকে গালমন্দ করে । পরে মা পুকুরে গেলে সকাল ৯টা দিকে ঘরের আড়ার সাথে গলায় ওরনা পেচিয়ে আত্মহত্যা করে।
মা ঘরে এসে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার শুরু করলে স্থানীয়রা উদ্ধার করে ভান্ডারিয়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
ভান্ডারিয়া থানার ওসি এস এম মাকসুদুর রহমান জানান, লাশ ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে এবং থানায় একটি অপমৃত্যু দায়ের করা হয়েছে।