ভান্ডারিয়া প্রতিনিধিঃ
পিরোজপুরের ভান্ডারিয়ায় মাদক মামলায় নুহু হাওলাদার (৩৬) নামের মাদক ব্যবসায়ীকে ১৫ বছরের কারাদন্ডাদেশ দিয়েছে আদালত। সেইসাথে সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ীকে এক লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদন্ডাদেশ দেন। আজ রোববার দুপুরে পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. আব্দুল মান্নান এ আদেশ দেন।
আদালত সূত্রে জানাগেছে, ২০১৫ সালের ২২ নভেম্বর বরিশাল র্যাব- ৮ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ভান্ডারিয়ার বাসস্ট্যান্ড এলাকা থেকে নুহু হাওলাদারকে ১,১০০ টি ইয়াবাসহ আটক করে। পরে এ ঘটনায় ওই দিন রাতে র্যাব বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভান্ডারিয়া থানায় নুহুকে আসামী করে একটি মামলা দায়ের করে। আজ আজ রায় ঘোষণার সময় নুহু আদালতে উপস্থিত ছিলে।
সাজাপ্রাপ্ত নুহু হাওলাদার পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার বাসস্ট্যান্ড এলাকার নূর মোহাম্মদ হাওলাদারের ছেলে।