নিজস্ব প্রতিবেদকঃ
পিরোজপুরের ভান্ডারিয়া থানা পুলিশ গতকাল সোমবার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় মাসুম হাং(২৭),সাইদুর জোমাদ্দার(১৮), আশিক সিকদার(২৩),বেল্লাল সরদার (৩৫) ,কাওসার শেখ (১৯), লিমন হাং (১৯), খায়রুল ইসলাম (২০) ও সজল (১৭) কে পিরোজপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।
এ বিষয়ে ভান্ডারিয়া থানার অফিসার্স ইন চার্জ এস এম মাকসুদুর রহমান জানান, রোববার থানা পুলিশ উপজেলা সদরের বাসস্ট্যান্ড,সরকারী কলেজ সড়ক, উপজেলার ভিটাবাড়িয়া ও নদমুলা সহ বিভিন্ন স্থানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক সেবন ও ক্রয় বিক্রয় কালে ৮জন কে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয় এবং এদরকে জেল হাজতে প্রেরণ করা হয়।