সৈয়দ মাহফুজ রহমান : পিরোজপুরের ভান্ডারিয়ায় বিদ্যুত বিল খেলাপির অভিযোগে ৬ বিদ্যুত গ্রাহকের বিরুদ্ধে ভ্রাম্যান আদালতে মামলা দায়ের করেছে ওয়েস্টজোন পাওয়ার ডিষ্ট্রিবিউশন কোম্পানী।
বিদ্যুৎ বিল খেলাপিরা হলেন, পৌর শহরের খালেদ মাহমুদ পিন্টু, সজল মল্লিক, জোবায়দা আক্তার, মিজানুর রহমান, হুমায়ূূন কবির ও হেলেনা বেগম।
গতকাল রবিবার বিদ্যুত বিভাগের ওয়েস্টজোন পাওয়ার ডিষ্ট্রিবিউশন কোম্পানীর ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট জেলা ও যুগ্ম দায়রা জজ মো. মাসুদুর রহমান ভ্রাম্যমান আদালত বসিয়ে পৃথক ছয়টি মামলা দায়ের করেন।
ভান্ডারিয়া বিদ্যুত বিতরণ বিভাগ সূত্র জানায়, ভান্ডারিয়া পৌর শহরের খালেদ মাহমুদ পিন্টু, সজল মল্লিক, জোবায়দা আক্তার, মিজানুর রহমান, হুমায়ূূন কবির ও হেলেনা বেগম এ ছয়জন বিদ্যুত গ্রাহকদের দফায় দফায় নোটিশ প্রদান করা হলেও তারা বিদ্যুত বিল পরিশোধ করছেন না। এ ছয় গ্রাহকের কাছে দুই লাখ ৫০ হাজার টাকা বিদ্যুত বিল বকেয়া রয়েছে।
এ ব্যাপারে ভান্ডারিয়ায় বিতরণ বিভাগের আবাসিক প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন মামলার সত্যতা নিশ্চিত করে জানান, খেলাপি বিলের জন্য দফায় দফায় নোটিশ প্রদান করলে সংশ্লিষ্ট গ্রাহকরা বকেয়া বিদ্যুত বিল পরিশোধ করছেন না। ফলে ভ্রাম্যমান আদালত বসিয়ে ওই ছয় গ্রাহকের বিরুদ্ধে পৃথক ছয়টি মামলা রুজু করা হয়েছে।