সৈয়দ মাহফুজ রহমান, ভান্ডারিয়াঃ পিরোজপুরের ভান্ডারিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনূর্ধ্ব-১৭) ফাইনাল ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ। উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলম’র সভাপতিত্বে ভান্ডারিয়া বিহারী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্টের (অনূর্ধ্ব-১৭) ফাইনালে ধাওয়া ইউনিয়ন একাদশকে ০-২ গোলে হারিয়ে নদমূলা শিয়ালকাঠী একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ এস এম মাকসুদুর রহমান, ধাওয়া ইউপি চেয়ারম্যন সিদ্দিকুর রহমান টুলু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জহিরুল ইসলাম, ইকড়ি ইউপি চেয়ারম্যান হুমাউন কবির, উপজেলা যুবলীগের সভাপতি এনামুল কবির টিপু তালুকদার, সাধারণ সম্পাদক মো. এহসাম হাওলাদার, উপজেলা ছাত্রলীগের আহবায়ক রিসান প্রমুখ।
খেলা শেষে চ্যম্পিয়ন দলকে ৫০ হাজার ও রানার আপ দলেকে ২৫ হাজার প্রাইজমানি এবং উভয় দলকে গোল্ডের তৈরী ট্রফি বিতরণ করেন অতিথিরা। খেলা পরিচালনা করেন শফিকুল ইসলাম আজাদ এবং তার সহকারী ছিলেন রেজাউল ইসলাম ও আরাফাত ইসলাম। উল্লেখ্য, বিজয়ে দলের দুটি গোলই করেন মাহাদি হাসান।