সৈয়দ মাহফুজ রহমান : পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা পুজা উদযাপন কমিটির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ভান্ডারিয়া উপজেলার কেন্দ্রীয় মদন মোহন জিউ মন্দির মিলনায়তনে সম্মেলনে পুজা উদযাপন কমিটির সভাপতি কিরন চন্দ্র বসুর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা কমিটির সভাপতি শ্রী বিমল চন্দ্র মন্ডল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা কমিটির সহ-সভাপতি শ্রী সুনিল চক্রবর্তী, সাধারণ সম্পাদক বাবুল হালদার, যুগ্ন সাধারণ সম্পাদক এ্যাড. রাজ শেখর দাস, শ্রীমতি দোলা গুহ, চন্দ্র শেখর হালদার। এছাড়াও, ভান্ডারিয়া উপজেলা সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস, শিক্ষক শশাঙ্ক শেখর চক্রবর্তী বক্তব্য রাখেন ।
পরে উপস্থিত সকলের ঐক্যমতের ভিত্তিতে কিরন চন্দ্র বসুকে সভাপতি ও উত্তম কুমার দাসকে সাধারণ সম্পাদক, শঙ্কর জীৎ সমদ্দারকে আইন বিষয়ক সম্পাদক, শিশির কুমার দত্তকে সাংগঠনিক সম্পাদক, সুকুমার দাসকে দপ্তর সম্পাদক ও সুশান্ত কর্মকারকে প্রচার সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট উপজেলা পুজা উদযাপন কমিটি গঠন করা হয়েছে।