পিরোজপুরের ভান্ডারিয়ায় রবিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের বাস্তবায়নে ও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর সহযোগিতায় ইকড়ি নেছারিয়া দাখিল মাদ্রাসা মাল্টিপারপাস বহুমূখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র প্রাঙ্গনে “নিয়ম মেনে অবকাঠামো গড়ি,জীবন ও সম্পদের ঝূঁকি হ্রাস করি” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়। এ উপলক্ষে র্যলি ,আলোচনা সভা ও দূর্যোগ প্রস্তুতি বিষয়ক মহরা প্রদর্শণ করা হয়। সভায় ইকড়ি ইউপি চেয়ারম্যান মো. হুমায়উন কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলম,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওলাদ হোসেন ,ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর ষ্টেশন অফিসার মো. ফারুক হোসাইন, মাদ্রাসার সুপার এ কে এম নজরুল ইসলাম প্রমূখ। পরে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর ১২সদস্যের টিম অত্যাধুনিক ইকুয়েবমেন্ট দিয়ে দূর্যোগ মোকাবেলায় প্রস্তুুতি মূলক এক মহরা প্রদর্শণ করেন।