ভান্ডারিয়া প্রতিনিধি : পিরোজপুরের ভান্ডারিয়ায় শাহিদা বেগম (৪৫) নামের গৃহবধু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি উপজেলার ধাওয়া ইউনিয়নের পশারিবুনিয়া গ্রামের মোঃ সাইয়েদুর রহমান শিকদারের স্ত্রী। রবিবার রাতে তাকে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে অবস্থার অবনতি ঘটলে মঙ্গলবার দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাতে তার মৃত্যু হয়।