সৈয়দ মাহফুজ রহমান, ভান্ডারিয়াঃ
পিরোজপুরের ভান্ডারিয়া বন্দর সরকারী বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেনীর মেধাবী ছাত্রী মোসা. রুকাইয়া আক্তার রুপা (১৫) বখাটেদের উৎপাত সইতে না পেরে মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ।
সোমবার রাতে পিরোজপুর জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ রুকাইয়া আক্তার রুপার ভান্ডারিয়া পৌর শহরের টিএন্ডটি সড়কের বাড়ীতে আসেন এবং পরিবারটিকে সান্তনা দেন। পরে তিনি মেধাবী শিক্ষার্থী রুপা কবর জিয়ারত করেন।
এসময় রুকাইয়া আক্তার রুুপার পিতা ও ভান্ডারিয়া বন্দর ব্যবসায়ী মো. রুহুল আমীন মুন্সী ছাড়াও উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা পরিষদের মহিলা সদস্য বেগম রোকেয়া, ভান্ডারিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, ভান্ডারিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান, যুবলীগের উপজেলা আহবায় এনামুল কবির টিপু তালুকদার, ভান্ডারিয়া পৌর সহায়ক কমিটির সদস্য মিটুল মল্লিক, উপজেলা ছাত্রলীগের আহবায়ক রিচান সিকদার, জাতীয় ছাত্র সমাজের সভাপতি আরিফুল ইসলাম শিমুলসহ আ.লীগের অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় মহিউদ্দিন মহারাজ শোকাহত পরিবারকে সান্তনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। সেই সাথে ভান্ডারিয়া বন্দর সরকারী বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেনীর মেধাবী ছাত্রীর এ অকাল মৃত্যুতে উত্যাক্তকারী জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।
উল্লেখ্য, রুকাইয়া আক্তার রুপার ৩৩ আগষ্ট শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়।