নিজস্ব প্রতিনিধি : পিরোজপুরের ভান্ডারিয়ায় জাল টাকাসহ মো. কামাল সিকদার (৫৩) নামের এক জাল টাকার ব্যবসায়ীকে গ্রেফতার করে পিরোজপুর ডিবি পুলিশ (দক্ষিন)। এসময় তার কাছ থেকে এক হাজার টাকার ৫০টি জালনোট (৫০ হাজার টাকা) জব্দ করা হয়। গ্রেফতার কামাল সিকদার উপজেলার পূর্ব ধাওয়া গ্রামের মৃত নওয়াব আলী সিকদারের ছেলে। শনিবার (২৭ আগস্ট) ভোরে তাকে গ্রেফতার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি ডিবি- দক্ষিণ) মো. আসলাম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে উপজেলার ইকরি ইউনিয়নের আতরখালী গ্রামে জালাল হাওলাদারের বাড়ি থেকে কামালকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে এক হাজার টাকার ৫০টি জালনোট (৫০ হাজার টাকা) জব্দ করা হয়।
ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ মাসুমুর রহমার বিশ্বাস জানান, এ ব্যাপারে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক জ্যোতিরময় বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।