ভান্ডারিয়া প্রতিনিধিঃ পিরোজপুরের ভান্ডারিয়ায় প্রতিপক্ষের হামলায় আব্দুর রহমান নামের ১জন গুরুত্বর আহত হয়েছে। বৃহস্পতিবার ভান্ডারিয়া পৌর শহরের বড় কানুয়া গ্রামে প্রতিপক্ষ বাহাদুর গ্রুপ রামদা ও হাতুরী দিয়ে উপর্যপুরি পিটিয়ে ও কুপিয়ে আঃ রহমানকে আহত করে। আহত আঃ রহমান বরিশাল শেবাচিমে চিকিৎসাধীন ও স্ত্রী প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার বড় কানুয়া গ্রামের ওহাব সরদারের ছেলে বাহাদুর সরদার গ্রুপের সাথে হোচেন আলী হাওলাদারের ছেলে আব্দুর রহমানের জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এঘটনায় আঃ রহমান বাদীহয়ে পিরোজপুর কোর্টে দায়েরকৃত সি.আর মামলা দায়ের করেন। ওই মামলায় বাহাদুর গ্রুপ ১১ সেপ্টেম্বর বুধবার ২০১৯ জামিন পায়। জামিন পাওয়ার পরবর্তীদিন বৃহস্পতিবার সকালে আব্দুর রহমান তার নিজ জমিতে বীজ রোপন করছিল।
এসময় নাছির হাওলাদার, জাহাঙ্গীর হাওলাদার, দেলোয়ার সরদারসহ কয়েকজন বাহাদুর গ্রুপে জোট হয়ে পরিকল্পিত ভাবে আব্দুর রহমানকে ধরে এনে হত্যার উদ্দ্যেশে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে পিটিয়ে ও কুপিয়ে গুরুত্বর জখম করে।
হামলাকালে স্বামী আঃ রহমানের ডাক-চিৎকারে স্ত্রী এগিয়ে এলে তার উপরও হামলা, শ্লীলতাহানী ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। আহত রহমানকে পার্শ্ববর্তী লোকজন উদ্ধার করে ভান্ডারিয়া স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা গুরুত্বর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয় রহমানের স্বজনরা জানায়, বাহাদুর গ্রুপের নামে পিরোজপুর কোর্টে সি.আর মামলা করায় উক্ত মামলায় জামিনে মুক্তি পেয়ে এ হামলা চালাচ্ছে। এ ঘটনায় ভান্ডারিয়া থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন হামলার শিকার পরিবারটি।