ভান্ডারিয়া প্রতিনিধিঃ পিরোজপুরের ভান্ডারিয়ায় ৪৮তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘বঙ্গবন্ধুর দর্শন সমবায়ের উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভান্ডারিয়া উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়বৃন্দ এই কর্মসূচীর আয়োজন করে।
শনিবার সকালে ভান্ডারিয়া উপজেরা পরিষদ প্রাঙ্গনে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচী শুু হয়। পরে পৌর শহরে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটরিয়ামে গিয়ে মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলম’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আছমা আক্তার, উপজেলা সমবায় অফিসার (ভারপ্রাপ্ত) মো. আরিফুর রহমান, যুব উন্নয়ন জুনিয়র অফিসার আবুল হোসেন, অবসরপ্রাপ্ত সমবায় অফিসার মো. আঃ রব হাওলাদার, পরিদর্শক জাহিদ হাসন, যুব মহিলা লীগের সভাপতি আছমা সুলতানা যুথি, কো-অপারেটিভ কেডিট ইউনিয়নের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, মহিলা সমবায় সমিতির লিঃ এর হাসিনা বেগম ও উদক্তা কবির সিকদার প্রমুখ। র্যালীতে সরকারি, বেসরকারি সংস্থা কর্মকর্তা ও কর্মচারী, নারী পুরুষসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেয়।