ভান্ডারিয়া প্রতিনিধিঃ
পিরোজপুরের ভান্ডারিয়ায় গলায় ওড়না পেচিয়ে ফাঁস দিয়ে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।
আজ রোববার বিকেলে ভান্ডারিয়া বন্দরে ভাড়াটিয়া বাসায় লিয়া আক্তার (১৮) নামের ছাত্রী আত্মহত্যা করে।
স্থানীয় সূত্রে জানাগেছে, ভান্ডারিয়া বন্দরের লেডিস ফ্যাসনের মালিক মা ফেরদৌসী বেগমের সাথে তুচ্ছ ঘটনা নিয়ে কথার কাটাকাটির এক পর্যায়ে অভিমান করে লিয়া আক্তার আত্মহত্যা করেছে।
গলায় ফাঁস লাগানোর পরে বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে ভান্ডারিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তবে প্রেম বা বিবাহ জনিত কোন কারনে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।
আত্মহত্যা করা মেয়েটি ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের শিয়ালকাঠী গ্রামের মো. আলিম খানের মেয়ে। মেয়েটি বাবা-মায়ের সাথে বিচ্ছেদ হওয়ার পর মা ফেরদৌসি বেগম ভান্ডারিয়ায় লেডিস ফ্যাশন নামের একটি গার্মেণ্টস ব্যবসা শুরু করেন এবং অন্যত্র বিয়ে করে সংসার করেন। মেয়েটি মায়ের কাছে ও বাবার বাড়ী উভয় যায়গায় থাকতেন।
এ বিষয়ে ভান্ডরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাকসুদুর রহমান জানান, মৃতের লাশ ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তবে তদন্ত রিপোর্ট পেলে আসল কারন জানা যাবে বলে জানান ওসি।