সৈয়দ মাহফুজ রহমান ঃ পিরোজপুরের ভান্ডারিয়ায় প্রাথমিক ভাবে এসএসসি পরীক্ষার্থীদের অনলাইনে ক্লাস শুরু হয়েছে।
আজ সোমবার উপজেলার ধাওয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের তিন বিষয়ের উপর (বাংলা-ইংরেজী-গণিত) সপ্তাহে তিন দিন ক্লাস অনুুষ্ঠিত হবে। যা গতকাল শুরু করা হয়।
ধাওয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এবছর ৪৬জন পরীক্ষার্থী সমাপনী পরীক্ষায় অংশ নেয়ার কথা রয়েছে। অনলাইন ক্লাসের শুরুর দিনে ৩০জন শিক্ষার্থী এ ক্লাসে অংশ গ্রহন করে।
অনলাইনে ক্লাস শুরুর দিনে ইংরেজী বিষয়ে মো. শফিক মান্নান, বাংলায় মো. ইদ্রিস আলী এবং গণিতে শ্রী সরল কুমার অনলাইনে ক্লাসে অংশগ্রহনকারী শিক্ষার্থীদের পাঠ দান করেন।
পরবর্তীতে অন্যান্য বিষয়গুলো ক্রমান্বয়ে অন্তর্ভূক্ত করা হবে বলে জানান শিক্ষকবৃন্দ।
উল্লেখ্য; বিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের উপর একটি জরিপে প্রায় ৮০ভাগ শিক্ষার্থীদের স্মার্টফোন বা ল্যাপটপ আছে মর্মে নিশ্চিত হওয়ার পর জুম প্লাটফর্মে পরীক্ষার্থীদের অনলাইনে ক্লাস শুরুর সিদ্ধান্ত নেয়।