ভান্ডারিয়া প্রতিনিধিঃ
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে সোমবার ভান্ডারিয়া উপজেলা অডিটরিয়ায়ে উপকুলীয় বাধ উন্নয়ন প্রকল্পের (সিইআইপি-১ ভান্ডারিয়া ও মঠবাড়ীয়া) পানি ব্যবস্থাপনা ও অবকাঠামো রক্ষণাবেক্ষণে স্থানীয় জনসাধারণকে সরাসরি সম্পৃক্তকরণ, সামাজিক বনায়ন এবং সমন্বিত বালাই ব্যবস্থাপনা কার্যক্রমের ওপর এক অবহিত করণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাহিদ ফারজানা। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুহাম্মাদ সামিউল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক আবুহেনা মোহাম্মদ জাফর, ভা-ারিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার। ইঞ্জিনিয়ার মোঃ সাদেকুল ইসলাম কনস্ট্রাকশন সুপার ভাইজার ইঞ্জিনিয়ার ডিডিসিএস এন্ড পিএমএস কনসালটেন্ট মো. রফিকুল ইসলাম সোস্যাল ফরেষ্ট্রি ষ্পেশালিস্ট, রিক-এসএসইউএস -জেভি, দীপক রঞ্জন চক্রবর্তী সহকারী পরিচালক (কর্মসূচি) রিক, ভা-ারিয়া উপজেলা কৃষি অফিসার আব্দুল্লা আল মামুন, ধাওয়া ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান টুলু,তেলিখালী ইউপি চেয়ারম্যান শামসুউদ্দিন হাওলাদার প্রমূখ।
বক্তারা বলেন, উপকূলীয় বাঁধ উন্নয়ন প্রকল্প-১ এর আওতায় পিরোজপুর জেলার ভান্ডারিয়া এবং মঠবাড়িয়া উপজেলা পানি উন্নয়ন বোর্ডের ৩৯/২ সি পোল্ডার এলাকায় বসবাসরত জনগোষ্ঠীর সমতা বৃদ্ধির ল্েয সামাজিক পরিকল্পনার মাধ্যমে সামাজিক আন্দোলন, সামাজিক বনায়ন এবং সমন্বিত বালাই ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগীতা করা হবে।
অবহিতকরণ কর্মশালা বিভিন্ন সরকারী ও বেসরকারী উন্নয়ন সংস্থার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।