ভান্ডারিয়া প্রতিনিধিঃ
পিরোজপুরের ভান্ডারিয়ায় মঙ্গলবার রাতে পুলিশ অভিযান চালিয়ে মো. জাহিদুর রহমান সবুজ (৩১) ও সাইদুর রহমান সরদার (২৩) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এ সময় জাহিদুরের কাছ থেকে মজুদকৃত ৫০ পিস ইয়াবা ও সাইদুলের কাছ থেকে ২০ গ্রাম গাজা উদ্ধার করা হয়।
পুলিশ সুত্রে জানাগেছে, ভান্ডারিয়া থানা পুলিশ ভান্ডারিয়া বন্দরের বাজারের চাউলা পট্টিতে ইয়াবা কেনা-বেচা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জাহিদুর রহমান সবুজকে আটক করে। এ সময় তার কাছে মজুদকৃত ৫০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। অপরদিকে, মধ্য ভান্ডারিয়ার রাস্তায় গাজা বিক্রর সময় সাইদুল সরদারকে ২০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. মাকসুদুর রহমান জানান, গ্রেপ্তারকৃত দুই মাদক কারবারিরর বিরুদ্ধে ভান্ডারিয়া থানায় মাদক আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃত মাদক কারবারি জাহিদুর রহমান সবুজ ভান্ডারিয়া পৌর শহরের জামিরতলা এলাকার আঃ আজিজ খানের ছেলে ও সাইদুল রহমান মধ্য ভান্ডাারিয়ার সরদার পাড়া গ্রামের মো. সোহরাব সরদারের ছেলে।