পিরোজপুরের ভান্ডারিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে তরিকুল ইসলাম তরুণ (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। মঙ্গলবার বিকাল পাঁচটার দিকে উপজেলার নিজ ভান্ডারিয়া গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় পুলিশ তার বসত ঘরে তল্লাশী চালিয়ে আলমারিতে মজুদকৃত ৬৩৫ ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মাদক কারবারি তরিকুল ইসলাম উপজেলার নিজ ভা-ারিয়া গ্রামের মো. কিসলু জমাদ্দার এর ছেলে।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পিরোজপুর ও ভা-ারিয়া থানা সূত্রে জানাগেছে, নিজ ভা-ারিয়া গ্রামের মো. কিসলু জমাদ্দার ও তার ছেলে তরিকুল ইসলাম মিলে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলো। পিরোজপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আহসান হাবিবের নেতৃত্বে পুলিশ মঙ্গলবার বিকাল পাঁচটার দিকে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কিসলু জমাদ্দার পালিয়ে গেলেও ছেলে তরিকুল ইসলামকে আটক ও বসতঘরের আলমারি থেকে ৬৩৫ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় পিরোজপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আহসান হাবিব বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।