সৈয়দ মাহফুজ রহমান, ভান্ডারিয়াঃ
পিরোজপুরের ভান্ডারিয়ায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ ভান্ডারিয়া শাখার উদ্যোগে পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্যেদের মাঝে উন্নত জাতের ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
“শিক্ষায় বন প্রতিবেশ, আধুনিক বাংলাদেশ” এই শ্লোলগানকে সামনে রেখে ব্যাংক মিলনায়তনে প্রায় শতাধিক সদস্যদের মধ্যে এ চারা বিতরণ করা হয়েছে।
ইসলামী ব্যাংক ভান্ডারিয়া শাখা ব্যবস্থাপক মোহাম্মদ মোবাশ্বের’র (এভিপি) সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, বিশেষে অতিথি হিসাবে বক্তব্য রাখেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মো. শহিদুল্লাহ তালুকদার, ভান্ডারিয়া উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো. লুৎফর রহমান প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ইসলামী ব্যাংক সবসময় জন কল্যাণমুখী কাজ করে। গাছ আমাদের অক্সিজেন দেয়। বাংলাদেশকে সবুজায়ন করতে বেশী করে গাছ লাগাতে হবে।
সভাপতি তার বক্তব্যে বলেন, ইসলামী ব্যাংক একটি জনকল্যাণমুখী ব্যাংক। ব্যাংকিং সেবার পাশাপাশি বিভিন্ন সামজিক কাজ পরিচালনা করে আসছে এ ব্যাংক। পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্যদের মাঝে চারা বিতরণ, তাদের সন্তনদের মাঝে শিা উপকরণ ও বৃত্তি প্রদান করে থাকেন। ইসলামী ব্যাংকের সকল সদস্যরা অন্যান্য ব্যাংকের চেয়ে বেশী সেবা পেয়ে থাকে। সদস্যদের যে কোন সমস্যা সমাধানে ব্যাংকের কর্মকর্তারা পাশে থেকে সহযোগীতা করে।