1. pirojpurpost24@gmail.com : admin :
  2. kumarshuvoroy.bd@gmail.com : pirojpurpost24 : pirojpurpost24
  3. eshuvo1@gmail.com : shuvo roy : shuvo roy
ভান্ডারিয়ার মাদক মামলায় ৭ বছরের কারাদন্ড | পিরোজপুর পোষ্ট ২৪
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৮:৩৭ অপরাহ্ন

ভান্ডারিয়ার মাদক মামলায় ৭ বছরের কারাদন্ড

  • শেষ হালনাগাদ : বুধবার, ২৮ আগস্ট, ২০১৯
  • ৬৮৭ জন সংবাদটি দেখেছেন

ভান্ডাড়িয়া প্রতিনিধি ঃ
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ইকবাল মল্লিক (৪১) নামের এক মাদক ব্যবসায়ীকে ৭ বছর সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। এছাড়া, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ড দেওয়া হয়েছে।
বুধবার দুপুরে পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ শামসুল হক আসামীর অনুপস্থিতিতে এ রায় প্রদান করেণ।
আদালত সূত্রে জানাগেছে, ২০১৩ সালের ১৩ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল ভান্ডারিয়ার লীপুরা গ্রামে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টেরপেয়ে ইকবাল মল্লিক পালিয়ে যায়। এ সময় পুলিশ ৪০ বোতল ফেনসিডিল জব্দ করে।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ভান্ডারিয়া থানায় বিশেষ মতা আইনে মামলা দায়ের করেন। ওই বছরের ১৪ ডিসেম্বর পুলিশ পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। মামলায় ১০ জনের স্যাগ্রহন শেষে অভিযুক্ত ইকবাল মল্লিককে ৭ বছরের সশ্রম কারাদন্ড দেয় আদালত এবং অভিযোগ প্রমাণিত না হওয়ায় ইকবাল মল্লিকের স্ত্রী তামান্না বেগমসহ ৪ জন খালাস পায়।
দন্ডপ্রাপ্ত মাদক ব্যবসায়ীর নাম ইকবাল মল্লিক পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার লীপুরা গ্রামের রুস্তুম মল্লিকের ছেলে।
রাষ্ট্র পে মামলা পরিচালনাকারী সহকারী সরকারি কৌসুলি (এপিপি) জহুরুল ইসলাম রায়ের বিষয়টি নিশ্চিত করছেন।

আরো সংবাদ
পিরোজপুর পোষ্ট ২৪ ডটকম - ২০১৮-২৩। (অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের ছবি, ভিডিও ও সংবাদ কপি করা থেকে বিরত থাকুন)
Theme Customized By PIROJPURPOST24
কারিগরি সহায়তায়: Website-open
x