1. pirojpurpost24@gmail.com : admin :
  2. kumarshuvoroy.bd@gmail.com : pirojpurpost24 : pirojpurpost24
  3. eshuvo1@gmail.com : shuvo roy : shuvo roy
ব্যক্তিগত টাকায় ভান্ডারিয়ায় ১৫০টি কিট পাঠালেন আনোয়ার হোসেন মঞ্জু এমপি | পিরোজপুর পোষ্ট ২৪
সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৯:৫৯ অপরাহ্ন

ব্যক্তিগত টাকায় ভান্ডারিয়ায় ১৫০টি কিট পাঠালেন আনোয়ার হোসেন মঞ্জু এমপি

  • শেষ হালনাগাদ : বুধবার, ৭ আগস্ট, ২০১৯
  • ৬০৭ জন সংবাদটি দেখেছেন

সাবেক মন্ত্রী জাতীয়পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি’র ব্যক্তিগত উদ্যোগে পিরোজপুরের ভান্ডারিয়া হাসপাতালে ডেঙ্গু জ্বর পরীক্ষার জন্য ১৫০টি কিট পাঠিয়েছেন। তা গতকাল বুধবার ভান্ডারিয় উপজেলা স্বস্থ্য প.প. কর্মকর্তা(টিএউচএ) ডাঃ মো. জহিরুল ইসলামের কাছে পৌঁছে দেয়া হয়েছে। এ বিষয়ে টি এইচ এ জহিরুল ইসলাম জানান, সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মানুষ মারা যাওয়ায় এ উপজেলার ডেঙ্গু জ্বর বা স্বাস্থ্য সেবা বিষয় ছাড়াও এ অঞ্চলের মানুষের জীবন মানের বিষয় নিয়ে এমপি মহোদয় মানুষের নিয়মিত খোঁজ খবর নিচ্ছেন এবং তার নির্বাচনী এলাকা ১২৮-পিরোজপুর-২ ,ভান্ডারিয়f-কাউখালী ও ইন্দুরকানী উপজেলার স্বাস্থ্য সেবা বিষয়ে খোঁজ খবর নিয়ে আগাম সতর্কতা হিসেবে একজন রোগীও জেন কোন প্রকার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে কিনা তা পরীক্ষা করার জন্য বহু ব্যয় বহুল ডেঙ্গু জ্বর পরীক্ষার জন্য সাবেক মন্ত্রী এ এলাকার মাননীয় সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু এমপি কিট পাঠিয়েছেন। তাই এমপি মহোদয় সাধারণ মানুষের জন্য সব সময় ভাবার জন্য আমাদের স্থানীয় স্বাস্থ্য বিভাগের সকলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। উল্লেখ্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সরকারি ভাবে এ পর্যন্ত মাত্র ৫টি কিট পেয়েছেন এ উপজেলা হাসপাতালে।

আরো সংবাদ
পিরোজপুর পোষ্ট ২৪ ডটকম - ২০১৮-২৩। (অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের ছবি, ভিডিও ও সংবাদ কপি করা থেকে বিরত থাকুন)
Theme Customized By PIROJPURPOST24
কারিগরি সহায়তায়: Website-open
x