1. pirojpurpost24@gmail.com : admin :
  2. kumarshuvoroy.bd@gmail.com : pirojpurpost24 : pirojpurpost24
  3. eshuvo1@gmail.com : shuvo roy : shuvo roy
বুলবুলে আহত শাহরিয়ার মারা গেছেন ! | পিরোজপুর পোষ্ট ২৪
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৮:১৫ অপরাহ্ন

বুলবুলে আহত শাহরিয়ার মারা গেছেন !

  • শেষ হালনাগাদ : বুধবার, ২৭ নভেম্বর, ২০১৯
  • ৬২৪ জন সংবাদটি দেখেছেন

স্বরূপকাঠী প্রতিনিধি ঃ পিরোজপুরের স্বরূপকাঠীতে ঘুর্ণিঝড় বুলবুল’র আঘাতে ভেঙ্গে পড়া গাছ চাপায় গুরুত্বর আহত যুবক শাহরিয়ার (৩০) দীর্ঘ ১৫ দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর না সোমবার মৃত্যুবরণ করেছেন।
আজ মঙ্গলবার স্বরূপকাঠী উপজেলার কুড়িয়ানা ইউনিয়নের হরিহরকাঠি গ্রামে তার নিজ বাড়িতে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
জানাগেছে, গত ৯ নভেম্বর শনিবার ঘুর্ণিঝড় বুলবুল আঘাত হানলে শাহরিয়ার গাছের নিচে চাপা পড়ে গুরুত্বর আহত হন। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মো. শাহরিয়ার পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলার কুড়িয়ানা ইউনিয়নের হরিহরকাঠি গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে।

আরো সংবাদ
পিরোজপুর পোষ্ট ২৪ ডটকম - ২০১৮-২৩। (অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের ছবি, ভিডিও ও সংবাদ কপি করা থেকে বিরত থাকুন)
Theme Customized By PIROJPURPOST24
কারিগরি সহায়তায়: Website-open
x