শুভ রায় : ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর রাতে পিরোজপুরের বিভিন্ন আশ্রয়কেন্দ্রগুলোর অবস্থা পরিদর্শনে পিরোজপুর জেলা পুলিশের দুই আধিকারিক । রাতে আশ্রয়কেন্দ্রে আশ্রয় প্রত্যাশী মানুষদের পাশে এসে দাড়ানোর জন্য পিরোজপুর জেলা পুলিশকে ধন্যবাদ জানায় এইসব আশ্রয়কেন্দ্রের আশ্রয় নেয়া মানুষেরা । শনিবার রাতে পিরোজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ ও প্রশাসন ) মোল্লা আজাদ হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কাজী শাহনেওয়াজ । তারা পিরোজপুরের বিভিন্ন আশ্রয়কেন্দ্রগুলোর আশ্রয় প্রত্যাশী মানুষদের খোজ খবর নেন । এসময় ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকবেলার জেলা খোলা পুলিশ কন্ট্রোলরুমের চীফ াতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন আশ্রয়কেন্দ্রের মানুষদের আশ্বস্থ করেন আশ্রয় কেন্দ্রে তারা নিরাপদে থাকবেন । নারীদের নিরাপত্তা কথা ভেবে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে তারা পুলিশ মোতায়েন করা হয়েছে । রাতের বেলায় চুরিরোধে বাড়তি পুলিশী নজরদারি ও টহলের ব্যবস্থা রাখা হয়েছে ।
পরে উপস্থিত সাংবাদিকদের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, এ দুর্যোগ মোকাবেলায় পিরোজপুর জেলা পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে । জেলা পুলিশের পক্ষ থেকে খোলা হয়েছে কন্ট্রোলরুম । তাছাড়া যেসব এলাকার মানুষজন আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে তাদের বাড়িঘরে নিরাপদ রাখার জন্য পুলিশী টহল বাড়ানো হয়েছে। অআশ্রয় কেন্দ্রে নারীদের নিরাপত্তার কথাভেবে দেয়া হচ্ছে পুলিশ ।