1. pirojpurpost24@gmail.com : admin :
  2. kumarshuvoroy.bd@gmail.com : pirojpurpost24 : pirojpurpost24
  3. eshuvo1@gmail.com : shuvo roy : shuvo roy
বুলবুলের তান্ডবে পিরোজপুরে দুইজনের মৃত্যু | পিরোজপুর পোষ্ট ২৪
রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৪:৫৬ অপরাহ্ন

বুলবুলের তান্ডবে পিরোজপুরে দুইজনের মৃত্যু

  • শেষ হালনাগাদ : রবিবার, ১০ নভেম্বর, ২০১৯
  • ৮০১ জন সংবাদটি দেখেছেন

নিজস্ব প্রতিনিধি :  ঘূর্ণিঝড় বুলবুলের তান্ডবে পিরোজপুরের নাজিরপুরে বসতঘরের ওপর গাছ উপড়ে পড়ায় নিচে চাপা পড়ে ননী গোপাল মন্ডল (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। অপর এক স্থানে একই কারণে হাত-পা ভেঙে গুরুতর আহত হয়েছে সুমী (৮) ও নাসির (১৬) নামে দুই শিশু। এছাড়া ভান্ডারিয়া উপজেলায় এক শিশু পানিতে ডুবে মারা গেছে।
স্থানীয়রা জানান, রবিবারদুপুর ১টার দিকে নাজিরপুর উপজেলার মালিখালী ইউনিয়নের লড়া গ্রামে নিজ ননী গোপাল ম-রের বসতঘরের ওপর একটি বড় চাম্বল গাছ উপড়ে পড়লে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। তিনি ওই গ্রামের মৃত নিল কমল মন্ডলের ছেলে।এর আগে দুপুর ১২টার দিকে উপজেলার মধ্য কলারদোয়ানিয়া গ্রামে নজরুল ইসলাম নামে এক ব্যক্তির বসতঘরের ওপর অপর একটি বড় চাম্বল গাছ ভেঙে পড়ে। এতে বসতঘরটি দুইভাগ হয়ে যায়। এ সময় গাছের নিচে চাপা পড়ে নজরুল ইসলামের মেয়ে সুমীর (৮) বাম পা ভেঙে বিচ্ছিন্ন হয়ে যায় এবং ছেলে নাসিরের (১৬) ঘাড়ে মারাত্মক আঘাত লাগে।এছাড়া ঘূর্ণিঝড় বুলবুলের তান্ডবে জেলার সহশ্রাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। পাশাপাশি অসংখ্য গাছপালা ভেঙে পড়েছে বলে কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে।
জেলা পুলিশ সুপার (এসপি) হায়াতুল ইসলাম খান জানান, ঘুর্ণিঝড় শেষে সড়ক-মহাসড়ক থেকে পুলিশ এবং ফায়ার সার্ভিসের যৌথ উদ্যোগে ভেঙে যাওয়া গাছ অপসারণ করা হচ্ছে। এছাড়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জেলায় পুলিশের টিম কাজ করে যাবে।

পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন জানান,  কি পরিমানে ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো সঠিকভাবে জানানো সম্ভব নয় ।

আরো সংবাদ
পিরোজপুর পোষ্ট ২৪ ডটকম - ২০১৮-২৩। (অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের ছবি, ভিডিও ও সংবাদ কপি করা থেকে বিরত থাকুন)
Theme Customized By PIROJPURPOST24
কারিগরি সহায়তায়: Website-open
x