পিরোজপুর পোষ্ট : বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশগুলোর একটি পাকিস্তান বলে মন্তব্য করেছেন মার্ন প্রেসিডেন্ট জো বাইডেন । এসময় তিনি চীন এবং রাশিয়াকেও তিরস্কার করেছেন ।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ডেমোক্রেটিক পার্টির প্রচার কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।
হোয়াইট হাউসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সম্পর্কে জো বাইডেন বলেছেন, তিনি (শি জিনপিং) এমন একজন ব্যক্তি যিনি জানেন, আসলে তিনি কী চান। কিন্তু তার প্রচুর, প্রচুর সমস্যা রয়েছে।
পাকিস্তান সম্পর্কে জো বাইডেন বলেন, আমি যা মনে করি সেটি হল বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশগুলোর একটি পাকিস্তান। কোনো সমন্বয় ছাড়াই যার হাতে পারমাণবিক অস্ত্র আছে।
অনুষ্ঠানে জো বাইডেন বলেন, একুশ শতকের দ্বিতীয় ত্রৈমাসিকে মার্কিন যুক্তরাষ্ট্রের গতিশীল পরিবর্তনের প্রচুর সুযোগ রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কৌশল প্রকাশের দু’দিন পর জো বাইডেন এসব মন্তব্য করেছেন। তবে মার্কিন জাতীয় নিরাপত্তা কৌশলের ৪৮ পৃষ্ঠার নথিতে পাকিস্তানের কোনো উল্লেখ নেই।