1. pirojpurpost24@gmail.com : admin :
  2. kumarshuvoroy.bd@gmail.com : pirojpurpost24 : pirojpurpost24
  3. eshuvo1@gmail.com : shuvo roy : shuvo roy
বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল আজ | পিরোজপুর পোষ্ট ২৪
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৮:২৮ অপরাহ্ন

বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল আজ

  • শেষ হালনাগাদ : রবিবার, ১৪ জুলাই, ২০১৯
  • ৬৪৬ জন সংবাদটি দেখেছেন

পিরোজপুর পোষ্ট ডেস্ক : আইসিসি বিশ্বকাপের ফাইনাল আজ। ক্রিকেটে সবচেয়ে মর্যাদার এই ট্রফি প্রথমবারের মত হাতে তোলার স্বপ্ন নিয়ে মুখোমুখি স্বাগতিক ইংল্যান্ড ও গতবারের রানার্সআপ নিউজিল্যান্ড। ক্রিকেটের তীর্থস্থান লন্ডনের লর্ডসে বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় শুরু হবে ফাইনাল ম্যাচটি।
ক্রিকেটের জনক ইংল্যান্ড। ওয়ানডে বিশ্বকাপে সবচেয়ে বেশী আয়োজক তারা। কিন্তু ওয়ানডে ক্রিকেটের সেরা আসরটি যে ইংলিশ ক্রিকেটে হতাশার চাদরে মোড়ানো। এর আগে তিনবার ফাইনালে খেলেও; শিরোপা জয় যে অধরাই রয়ে গেছে ক্রিকেটের জনকদের। প্রথমবারের মত নিজেদের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় সাফল্য ছোয়ার সামনে দাঁড়িয়ে এখন এইউন মরগ্যানের দল।
অন্যদিকে বিশ্বকাপের শুরুতে ফেভারিটের তালিকায় ছিলোনা নিউজিল্যান্ড। কিন্তু সেমিফাইনালে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে উঠে এখন শিরোপার স্বপ্ন দেখছে কিউইরা। ইংলিশদের চ্যালেঞ্জ নিতে কঠোর অনুশীলন করেছে নিউজিল্যান্ড। প্রথমবারের মত বিশ্বকাপ ট্রফি জয়ের স্বপ্নও তাদের চোখে।
যদিও ওয়ানডে ক্রিকেটেও দু’দলের সাফল্যে সামান্যই এগিয়ে নিউজিল্যান্ড। তবে ফাইনালের চাপ কে কতটা নিতে পারে; তারোপর নির্ভোর করছে দেশদুটির প্রথম বিশ্বকাপ জয়ের স্বপ্ন।

আরো সংবাদ
পিরোজপুর পোষ্ট ২৪ ডটকম - ২০১৮-২৩। (অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের ছবি, ভিডিও ও সংবাদ কপি করা থেকে বিরত থাকুন)
Theme Customized By PIROJPURPOST24
কারিগরি সহায়তায়: Website-open
x